জাতীয় আর্থ কার্নিভাল-২০১৯ শুরু বৃহস্পতিবার
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে শুরু হচ্ছে থার্ড ন্যাশনাল আর্থ কার্নিভাল-২০১৯। তিনদিন ব্যাপী এ আয়োজনে রাজধানীর ৬০টির বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩শ' শিক্ষার্থী অংশ নেবে।
আয়োজকরা বলছেন, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতেই আয়োজন। কার্নিভালের মিডিয়া পার্টনার সময় সংবাদ।
বিশ্বায়নের যুগে কমছে বনায়ন, বাড়ছে দূষণ। পরিবেশের যে কোনো উপাদানের ক্ষতিকর প্রভাব প্রকৃতির ওপরই পড়ে, যার জন্য দায়ী মানুষ। প্রকৃতি আর পরিবেশের সাথে মানুষের যোগাযোগ আরো সহজ করে তুলতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে শুরু হচ্ছে আর্থ কার্নিভাল।
গোটা স্কুলেই প্রস্তুতির সুর। রঙিন পোস্টারে ঢেকে গেছে বিদ্যালয় প্রাঙ্গণ। নাম নিবন্ধনের জন্য প্রস্তুত রেজিস্ট্রেশন বুথ। কাঠ, ককশিট কেটে তৈরি করা হচ্ছে পরিবেশের বিভিন্ন অনুষঙ্গ। পোস্টার প্রেজেন্টেশনে তুলে ধরা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, আবাসন প্রকল্পসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকারের উপায়।
আয়োজকরা বলছেন, ৩ দিনব্যাপী এ আয়োজন প্রকৃতি ও পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদের যেমন সচেতন করে তুলবে অন্যদিকে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কাজ করতেও আগ্রহী হবেন তাঁরা।